মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার সঙ্গে যুক্ত সপ্তম খনিজ তেলবাহী জাহাজ আটক করেছে। ট্রাম্প প্রশাসনের উদ্যোগে ভেনেজুয়েলার খনিজ তেল রপ্তানি নিয়ন্ত্রণের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন সাদার্ন কমান্ড জানিয়েছে, মোটর ভেসেল সাগিটা কোনোরকম সংঘাত ছাড়াই আটক করা হয়েছে। জাহাজটি ক্যারিবিয়ান সাগর অঞ্চলে মার্কিন ঘোষিত কোয়ারেন্টাইন ভঙ্গ করে চলাচল করছিল। এটি লাইবেরিয়ায় নিবন্ধিত এবং হংকংয়ের একটি কোম্পানির মালিকানাধীন। মার্কিন ট্রেজারি ইতিমধ্যেই জাহাজটিকে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে এবং এতে ভেনেজুয়েলার তেল বহন করা হচ্ছিল বলে জানা গেছে। মার্কিন বাহিনী প্রকাশিত এক ভিডিওতে সাগিটাকে সমুদ্রে দেখা গেছে, তবে আগের মতো সেনাদের জাহাজে ওঠার দৃশ্য এবার দেখানো হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ভেনেজুয়েলা থেকে লক্ষ লক্ষ ব্যারেল তেল আটক করেছে এবং তা খোলা বাজারে বিক্রি করছে, যাতে তেলের দাম কমানো যায়।
Site Admin | January 21, 2026 12:45 PM
মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার সঙ্গে যুক্ত সপ্তম খনিজ তেলবাহী জাহাজ আটক করেছে