মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 23, 2025 12:03 PM

printer

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে আমেরিকার শান্তি প্রস্তাব কিয়েভের জন্য চূড়ান্ত নয়।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেনরাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে আমেরিকার শান্তি প্রস্তাব কিয়েভের জন্য চূড়ান্ত নয়। ইউক্রেনের পশ্চিমি মিত্র দেশগুলি খসড়া প্রস্তাবে বড় ধরনের সংশোধনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি জানান২৭শে নভেম্বরের মধ্যে ইউক্রেনকে প্রস্তাব গ্রহণে তিনি চাপ দিচ্ছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, আমেরিকার প্রস্তাবটি কিয়েভ মস্কোর পক্ষে বলে মনে করছে। এদিকে আজ সুইজারল্যান্ডের জেনেভায় মার্কিন যুক্তরাষ্ট্রব্রিটেনফ্রান্সজার্মানি ও ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তারা বৈঠকে বসছেন। বৈঠকে অংশ নিচ্ছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলও উপস্থিত থাকবেন। উল্লেখ্য, আটটি নর্ডিক ও বাল্টিক দেশের নেতারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতির পাশাপাশি ইউক্রেনের সার্বভৌমত্বকে সম্মান করে সমাধানের পক্ষে সমর্থন জানিয়েছেন।