মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ভারয সহ বেশ কয়েকটি দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন। এর মাধ্যমে সেদেশের আমদানির ২৬ শতাংশ আদায় করা হবে। হোয়াইট হাউজের রোজ গার্ডেনে সাংবাদিকদের মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন, ওয়াশিংটনের উপর শুল্কো আরোপকারী প্রায় অর্ধেক দেশের ওপর আমেরিকা এই শুল্ক ধার্য করবে।
ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানির উপর ২০, জাপানের উপর চব্বিশ, এবং ব্রিটেন থেকে আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরবের কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও আমদানি শুল্ক আরোপ করা হয়েছে এমন দেশগুলোর মধ্যে অন্যতম হলো, ভারতের ওপর 26, বাংলাদেশের ওপর ৩৭, পাকিস্তানের ওপর ২৯ শ্রীলংকার ওপর 44 এবং ইসরাইলের ওপর সতেরো শতাংশ।
এদিকে এই শুল্ক আরোপকে অন্যায্য বলে অভিহিত করেছে বিশ্বের বেশ কিছু দেশ।
মার্কিন রাষ্ট্রপতির এই ঘোষণার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে কানাডা ।
ইতালির প্রধানমন্ত্রী, জর্জিয়া মেলোনি এই মার্কিন শুল্কনীতিকে ভুল বলে মনে করেন। বাণিজ্য যুদ্ধ এড়াতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থোনি আলবানীজ নতুন এই শুল্ক আরোপ বন্ধুত্ব সূচক নয় বলে উল্লেখ করেছেন । তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার দেশ পাল্টা কোন শুল্ক আরোপ করবে না বলেও তিনি জানান।