মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 6, 2025 1:16 PM

printer

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বলেছেন, তাঁর নেওয়া শুল্ক বৃদ্ধি সংক্রান্ত পদক্ষেপ যথাযত ছিল না।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বলেছেন, তাঁর নেওয়া শুল্ক বৃদ্ধি সংক্রান্ত পদক্ষেপ যথাযত ছিল না। গত চার তারিখ থেকে কানাডা এবং মেক্সিকোর পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে। চীন থেকে আমদানির শুল্ক হিসাবে কার্যকর হয়েছে ২০ শতাংশ ট্যারিফ। আমেরিকায় অবৈধ অভিবাসী এবং মাদক ফেন্টানিল প্রবেশের জন্য কানাডা ও মেক্সিকোকে দায়ী করেন তিনি। চীন এই ফেন্টানিলের ব্যবহার রুখতে ব্যর্থ হয়েছে বলেও স্পষ্ট জানান ট্রাম্প। আমেরিকার পণ্যের ওপর উচ্চ হারে কর চাপালে তার পাল্টা হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রও বাণিজ্যিক অংশীদারদের ওপর একই হারে শুল্ক আরোপ করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।