January 21, 2026 10:45 PM

printer

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি সুপ্রিম কোর্টের রায় তাঁর প্রশাসনের অনুকূলে না আসে, তবে তিনি শুল্ক ফেরত দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি সুপ্রিম কোর্টের রায় তাঁর প্রশাসনের অনুকূলে না আসে, তবে তিনি শুল্ক ফেরত দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প জানান, তাঁর সরকার শুল্ক বাবদ কয়েকশো বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছেমামলায় হেরে গেলে তিনি শুল্ক ফেরত দেওয়ার চেষ্টা করবেন। ট্রাম্প আরও বলেছেন, শুল্ক -র কারণে মার্কিন যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য জাতীয় নিরাপত্তা সুবিধা পাচ্ছে। ২০২৬ সালের প্রথম আন্তর্জাতিক সফরে ট্রাম্প আজ, সুইজারল্যান্ড এর দাভোস যাচ্ছেন। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামে মার্কি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।