January 18, 2026 9:47 AM

printer

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গ্রীনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণের বিরোধিতার কারণ দেখিয়ে ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক ঘোষণা করেছে।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গ্রীনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণের বিরোধিতার কারণ দেখিয়ে ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক ঘোষণা করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় ট্রাম্প বলেছেন, ফেব্রুয়ারি মাস থেকে এই শুল্ক কার্যকর হবে। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ডের ওপর এই শুল্ক কার্যকর হবে।

মার্কিন রাষ্ট্রপতি আরো জানিয়েছেন, গ্রীনল্যান্ড বিতর্কের সমাধান না হলে পয়লা জুন থেকে এই শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। তিনি দাবী করেন, চীন ও রাশিয়াও গ্রীনল্যান্ড নিয়ে আগ্রহ প্রকাশ করেছে।  আমেরিকা এই সামগ্রিক পরিস্থিতিকে বিশ্ব শান্তি ও নিরাপত্তার পক্ষে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছে।

এদিকে ইউরোপের নেতৃবৃন্দ গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে মার্কিন রাষ্ট্রপতির শুল্ক বসানোর নিন্দা করেছেন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে হঠকারী বলে সতর্ক করে দিয়ে বলেছে ডেনমার্ক এবং গ্রীনল্যান্ডের সার্বভৌমত্বের প্রতি তাদের সম্মতি রয়েছে।

ফরাসী রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, ইউরোপ একজোট হয়ে এর জবাব দেবে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্তারমার বলেছেন যুক্তরাষ্ট্রের ওই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল।

ইউরোপের বিভিন্ন দেশও গ্রিনল্যান্ডের  সমর্থনে তাদের সংহতি জানিয়েছে।