মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো সস্ত্রীক দেশ ছেড়ে চলে গেছেন। সমাজমাধ্যমের এক বার্তায় ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা ও তাঁর নেতার বিরুদ্ধে এই বড় ধরণের অভিযান সাফল্যের সঙ্গে পরিচালনা করেছে। মার্কিন আইন প্রণয়নকারী সংস্থার সহযোগিতায় এই অভিযান চালানো হয়। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আজ সকাল থেকেই বহু বিস্ফোরণের শব্দ শোনা যায়।
যদিও, ভেনেজুয়েলা, ট্রাম্প প্রশাসনের এই সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা করেছে। কলম্বিয়ার বোগোতায় মার্কিন দূতাবাস থেকে, ভেনেজুয়েলা ও সেদেশের সীমান্ত অঞ্চলে মার্কিন নাগরিকদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।