December 29, 2025 7:32 PM

printer

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন। গাজায় প্রসঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে অগ্রগতির বিষয়ে উভয় নেতার মধ্যে কথা হবে বলে আশা করা হচ্ছে। আলোচনায়, লেবাননের হিজবুল্লাহ এবং ইরান প্রসঙ্গও উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।

নেতানিয়াহু বলেছেন, ট্রাম্পের সঙ্গে আলোচনায় গাজা থেকে ইজরায়েলের সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে কথা হবে। উল্লেখ্য, যুদ্ধবিরতি অক্টোবর মাসে শুরু হলেও, ইজরায়েল ও হামাস উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করেছে। ইজরায়েল সতর্ক করে বলেছে, হামাস নিরস্ত্রীকরণে রাজি না হলে না তারা পূর্ণাঙ্গ সামরিক অভিযান পুনরায় শুরু করতে পারে।