December 25, 2025 7:22 PM

printer

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সমর্থিত রক্ষণশীল প্রার্থী নাসরি আসফুরা হন্ডুরাসের রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হয়েছে

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সমর্থিত রক্ষণশীল প্রার্থী নাসরি আসফুরা হন্ডুরাসের রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিন সপ্তাহ আগে ভোটগ্রহণ সমাপ্ত হলেও জালিয়াতি এবং প্রযুক্তিগত সমস্যার কারণে ফল ঘোষণায় বিলম্ব হয়। সে-দেশের নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, আসফুরা ৪০ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে, বিরোধী দক্ষিণপন্থী লিবারেল পার্টির প্রার্থী সালভাদোর নাসরাল্লা ৩৯ দশমিক ভোট পেয়েছেন। আগামী ২৭শে জানুয়ারি, আসফুরা, পাঁচ বছর মেয়াদের জন্য হন্ডুরাসের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে সে-দেশের রাজনীতিতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। মার্কিন রাষ্ট্রপতি কার্যত হুমকই দিয়েছিলেন, আসফুরা জয়ী না হলে সে-দেশে আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।