মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

March 4, 2025 9:24 AM

printer

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনকে দেওয়া সামরিক সাহায্য বন্ধ করে দিয়েছেন।

 

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনকে দেওয়া সামরিক সাহায্য বন্ধ করে দিয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ট্রাম্প, শান্তির পক্ষে আমেরিকার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তাদের সহযোগী এবং অংশীদার দেশকেও এই লক্ষ্যে দায়বদ্ধ হতে হবে। তাদের দাবী, ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধ রেখে বিষয়টি পর্যালোচনা করা হবে যাতে এর মাধ্যমে কোনো সমাধান বেরোয়।

উল্লেখ্য, হোয়াইট হাউসে খনিজ চুক্তি স্বাক্ষর নিয়ে বৈঠকের সময় রাষ্ট্রপতি ট্রাম্প এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনেস্কির সঙ্গে সর্বসমক্ষে বিতন্ডা বাধে। সামরিক সাহায্য বন্ধের সিদ্ধান্তের ফলে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি নিয়ে ইউক্রেনের ওপর চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে।