মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন। ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে ট্রাম্পের এই বার্তা জানানো হয়েছে। সমাজ মাধ্যমের একটি পোস্টে মার্কিন দূতাবাস রাষ্ট্রপতির বক্তব্য ব্যক্ত করে জানায়, ভারত বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত, আমেরিকার কৌশলগত অংশীদার।