মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা তাদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি পুনরায় কার্যকর করতে রাজী হয়েছে। দুই দেশের মধ্যে ওই সংঘর্ষে কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছেন। গৃহহারা প্রায় ৫ লক্ষ মানুষ। প্রেসিডেন্ট ট্রাম্প, সামাজিক মাধ্যমের এক বার্তায় যুদ্ধবিরতির জন্য নিজের কৃতিত্ব দাবী করেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিমও এতে সহায়তা করেছেন বলে তাঁর দাবী। ট্রাম্প বলেন, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নাভিরাকুল এবং কম্বোডিইয়ার প্রধানমন্ত্রী হুন মানেত দুই নেতাই যুদ্ধ বিরতির পাশাপাশি গত অক্টোবরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে স্বাক্ষরিত হওয়া শান্তি চুক্তি মেনে চলতে সহমত হয়েছেন।