মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল হোয়াইটহাউসে দীপাবলি উদযাপনে অংশ নেন এবং এই উপলক্ষে ভারত ও আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তাঁকে এক বিরাট ব্যক্তিত্ব এবং প্রকৃত বন্ধু হিসেবে উল্লেখ করেন। বাণিজ্য ও আঞ্চলিক সুস্হিতির ক্ষেত্রে ভারত – মার্কিন সম্পর্কের ওপর আলোকপাতও করেন তিনি। ট্রাম্প আরও বলেন, প্রদীপের শিখা সকলকে জ্ঞানের পথ অনুসরণ করতে এবং অধ্যায়বসায়ের সঙ্গে কাজ চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে। এরপর ট্রাম্প হোয়াইহাউসে দীপাবলি উপলক্ষে প্রদীপ প্রোজ্জ্বলন করেন।
Site Admin | October 22, 2025 11:28 AM
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল হোয়াইটহাউসে দীপাবলি উদযাপনে অংশ নেন এবং এই উপলক্ষে ভারত ও আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের শুভেচ্ছা জানিয়েছেন।