মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় আটক সব পণবন্দিকে হামাস শনিবার দুপুরের মধ্যে মুক্তি না দিলে, ইজরায়েল এবং হামাসের মধ্যে অস্ত্র বিরতি চুক্তি বাতিল হয়ে যাওয়া উচিত। তবে, এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত ইজরায়েলের। হামাস পণবন্দিদের মুক্তির ব্যাপারে বিলম্বের কথা ঘোষণা করার পর ট্রাম্প এই মন্তব্য করেন। হামাসের অভিযোগ ইজরায়েল ৩ সপ্তাহের পুরনো অস্ত্র বিরতি চুক্তি লঙ্ঘন করছে। ট্রাম্প বলেছেন, ইজরায়েলের উচিত সব পণবন্দির মুক্তি দাবি করা অথবা নতুন করে যুদ্ধ শুরু করা। ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, জর্ডন এবং মিশরের মতো আরব সহযোগী দেশগুলির উচিত প্যালেস্তিনীয়দের বিবাদ থেকে দুরে রাখা। মার্কিন রাষ্ট্রপতি গাজা-কে এক সুন্দর ভূ-খন্ড আখ্যা দিয়ে সেখানে জমি-বাড়ি নির্মাণ প্রকল্পের কথাও আলোচনা করেন। তবে, জর্ডন এবং মিশর সহ আরব দেশগুলি ট্রাম্পের এই প্রস্তাবের সমালোচনা করে বলেছে, এতে দুই রাষ্ট্রে সমাধানের প্রয়াস ব্যাহত হবে এবং আরও শরণার্থীদের প্রবেশে সম্ভাবনায় নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
Site Admin | February 11, 2025 1:17 PM
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় আটক সব পণবন্দিকে হামাস শনিবার দুপুরের মধ্যে মুক্তি না দিলে, ইজরায়েল এবং হামাসের মধ্যে অস্ত্র বিরতি চুক্তি বাতিল হয়ে যাওয়া উচিত
