মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 10, 2025 12:23 PM

printer

মার্কিন রাষ্ট্রপতি  ডোনাল্ড ট্রাম্প স্পেনের প্রতিরক্ষা ব্যয় সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় সে দেশকে  ন্যাটো থেকে বহিষ্কারের পরামর্শ দিয়েছেন।

মার্কিন রাষ্ট্রপতি  ডোনাল্ড ট্রাম্প স্পেনের প্রতিরক্ষা ব্যয় সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় সে দেশকে  ন্যাটো থেকে বহিষ্কারের পরামর্শ দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় রাষ্ট্রপতি ট্রাম্প বলেন, এ ব্যাপারে কোন অজুহাত দেখানো যাবে না।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে ন্যাটো সদস্য দেশগুলি  ২০৩৫ সালের মধ্যে তাদের প্রতিরক্ষা ব্যয় দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের পাঁচ শতাংশের মধ্যে রাখবে বলে সম্মত হয়েছিল।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই লক্ষ্য প্রত্যাখ্যান করে বলেন, এটি কল্যাণকর রাষ্ট্র এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।