মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 6, 2025 8:42 AM

printer

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ সম্পর্ক বর্তমান এবং দুই দেশের সম্পর্ক নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ সম্পর্ক বর্তমান এবং দুই দেশের সম্পর্ক নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। ওয়াশিংটনে গতরাতে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন বড় মাপের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, শ্রী মোদীর সঙ্গে তাঁর বন্ধুত্ব অটুট থাকবে। তবে তিনি এও জানিয়েছেন, ভারত, রাশিয়া থেকে অতিরিক্ত পরিমাণ তেল কেনায় তিনি অত্যন্ত হতাশ।

ভারতের সঙ্গে সম্পর্ক পুনরায় স্বাভাবিক করতে তিনি প্রস্তুত কিনা সে সম্পর্কিত প্রশ্নের জবাবে ট্রাম্পের এই মন্তব্য। ট্রুথ সোশ্যালে চীন, রাশিয়া ও ভারতকে নিয়ে পোষ্ট শেয়ার করার পরই এদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রাম্প এই ইতিবাচক মন্তব্য করলেন।

উল্লেখ্য, চীনের তিয়াওজিনে সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী, রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং চীনের রাষ্ট্রপতি শি জিংপিঙ্গের সাক্ষাৎ আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষন করেছে।

ভারত সহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে ট্রাম্প বলেন, বিষয়টি অত্যন্ত সুষ্ঠু ভাবে এগোচ্ছে।

এর আগে, অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তি ক্ষেত্রে প্রতিযোগীতা বিরোধী নীতির জন্য ইউরোপীয় ইউনিয়ন আ্মেরিকান টেক জায়েন্ট গুগলের ওপর যে সাড়ে তিনশো কোটি ডলার ফাইন করেছে তাঁর করা সমালোচনা করেন মার্কিন রাষ্ট্রপতি ।