মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে আজ ওয়াশিংটন ডিসি-তে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনেস্কি এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসানের লক্ষ্যে জেলেনেস্কিকে সহায়তার জন্য উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি দল থাকবে, সেই দলে রয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার, ফরাসী রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলার ফ্রিডরিখ মারৎজ, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ফনডেয়ারলেয়ান, ন্যাটোর মহাসচিব মার্ক রুট্টে সহ ইউরোপের শীর্ষ নেতৃবৃন্দ। জেলেনেস্কির অবস্থানকে শক্তিশালী করতে এবং শান্তি আলোচনায় ইউক্রেনের সার্বভৌমত্ব বা দীর্ঘমেয়াদী সুরক্ষার সঙ্গে যাতে কোন আপোষ না করা হয়, তাঁরা সেই বিষয়টি নিশ্চিত করবেন।
ট্রাম্প, সামাজিক মাধ্যমের এক বার্তায় কটাক্ষ করে লিখেছেন, রাশিয়ার জন্য এটি এক বড়সর অগ্রগতি। এই আলোচনার গতিপ্রকৃতি কোন্দিকে এগোবে, সে সম্পর্কের কোনো ধারণা অবশ্য ওই বার্তায় পাওয়া যায়নি।