মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামী দিনে সাক্ষাতের ব্যাপারে সহমত হয়েছেন বলে ক্রেমলিন জানিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে আজ রুশ রাষ্ট্রপতির বৈঠকের পরই ট্রাম্প- পুতিন সাক্ষাতের সম্ভবনা তৈরী হয়েছে। ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকোভ জানিয়েছেন, কোথায় এই বৈঠক হবে তা পরে ঘোষনা করা হবে।
এদিকে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিরতিতে রাজী হওয়া বা আরো নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়া নিয়ে আমেরিকার দেওয়া চরম সময়সীমা আগামী শুক্রবার শেষ হচ্ছে। গতকাল হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানতে চান, ইউক্রেন বা রাশিয়া ত্রিমুখী শীর্ষ সম্মেলনে রাজী হচ্ছে কিনা। রাশিয়া অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।