মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, মেক্সিকোর অটোমোবাইল এবং ধাতব নয় এমন পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের সময়সীমা ৯০ দিন বৃদ্ধি করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। একটি বড় মাপের বাণিজ্যিক চুক্তি নিয়ে মেক্সিকোকে সমঝোতার জন্য আরও সময় দেওয়ার উদ্দেশে এই সিদ্ধান্ত। ট্রাম্প এবং মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শিনবামের মধ্যে ফোনে কথাবার্তা হওয়ার পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে শিনবাম এই বিলম্বের কথা জানিয়েছেন।
মেক্সিকোর রপ্তানির ৮৫ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির নিয়ম বিধি অনুযায়ী হয়ে থাকে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, মেক্সিকোর স্টিল, অ্যালুমিনিয়াম এবং তামার ওপর ৫০ শতাংশ এবং তিন দেশের চুক্তির নিয়মের বাইরে যেসব পণ্য রয়েছে, তার ওপর ২৫ শতাংশ শুল্ক বহাল থাকবে।