July 13, 2025 9:22 PM

printer

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আগামী মাসের ১ তারিখ থেকে ইউরোপীয় ইউনিয়ন – ই ইউ এবং মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা করেছেন, ই ইউ ও মেক্সিকো তাতে হতাশা ব্যক্ত করেছে।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আগামী মাসের ১ তারিখ থেকে ইউরোপীয় ইউনিয়ন – ই ইউ এবং মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা করেছেন, ই ইউ ও মেক্সিকো তাতে হতাশা ব্যক্ত করেছে। ই ইউ প্রধান উরসুলা ভন ডের লেইন প্রয়োজনে সমানুপাতিক শুল্ক ধার্য করা হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, মেক্সিকো, ট্রাম্পের এই অন্যায্য চুক্তির সমালোচনা ক’রে বলেছে যে তাদের সার্বভৌমত্ব নিয়ে আলোচনা করা যাবে না। উভয়ই বলেছে, তারা আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা চালিয়ে যেতে চায়।

ট্রাম্প সতর্ক করেছেন, যদি মার্কিন বাণিজ্য অংশীদারদের কেউ সমানুপাতিক শুল্ক চাপানোর  সিদ্ধান্ত নেয় তবে তিনি আরও বেশি আমদানি কর আরোপ করবেন। ট্রাম্প আগামী মাস থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা এবং ব্রাজিল থেকে পণ্য আমদানির ক্ষেত্রে নতুন হারে শুল্ক আরোপের ঘোষণাও করেছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।