মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল চীনের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত আলোচনাকে স্বাগত জানিয়েছেন। স্যুইত্জারল্যান্ডে আয়োজিত এই আলোচনায় দু পক্ষই শুধু বন্ধুত্বপূর্ণ নয়, গঠনমূলক আলোচনা করেছে বলে তিনি উল্লেখ করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় মার্কিন রাষ্ট্রপতি বলেছেন, আলোচনায় বহু বিষয়ে ঐকমত্যে পৌঁছনো সম্ভব হয়েছে। এতে দুপক্ষেরই সুবিধা হবে। ট্রাম্প বলেন, আগামী দিনে চীন ও আমেরিকার মধ্যে বাণিজ্য সম্পর্কের বিস্তারের আভাস এই আলোচনা থেকে উঠে এসেছে।
Site Admin | May 11, 2025 12:25 PM
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল চীনের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত আলোচনাকে স্বাগত জানিয়েছেন।
