July 18, 2024 10:20 AM

printer

মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন কোভিডে সংক্রমিত।

মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন কোভিডে সংক্রমিত। লস্ ভেগাসে একটি অনুষ্ঠানে যোগ দেবার পরই তার সংক্রমণ ধরা পরে। তাঁর কোভিড টিকা নেওয়া আছে। তবে মার্কিন রাষ্ট্রপতির হালকা সংক্রমণের লক্ষণ দেখা গেছে। হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্যা পিয়ের জানান, ডেলওয়ারে আইসোলেশনে রয়েছেন বাইডেন। সেখান থেকেই তিনি কাজ করবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।