November 22, 2025 2:35 PM

printer

মার্কিন রাষ্ট্রপতির ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে নিউইয়র্ক সিটি মেয়র জহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করেছেন

মার্কিন রাষ্ট্রপতির ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে নিউইয়র্ক সিটি মেয়র জহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকালের এই সাক্ষাতের পর সাংবাদিকদের সামনে প্রেসিডেন্ট ট্রাম্প, মামদানি জনহিতার্থে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। এক শক্তিশালী  ও নিরাপদ  নিউইয়র্ক গড়ে তুলতে তার প্রশাসনও মামদানিকে সাহায্য করবে বলে ট্রাম্প জানান।

অন্যদিকে, মামদানিও এই ইতিবাচক আলোচনার জন্য মার্কিন রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন দুই নেতার মধ্যে ঢাকা বৈষম্যের অপর নয় আলোচনা হয়েছে নীরব বাসিকে পরিষেবা প্রদানের অভিন্ন দৃষ্টিভঙ্গী নিয়ে। অবৈধ অনুপ্রবেশ রুখতেও তাদের মধ্যে কথা হয়েছে।

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।