মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংগঠন, WTO –কে আর্থিক সহায়তা প্রদান বন্ধ করে দিয়েছে। সরকারী ব্যয় কমানোর জন্য ,প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উদ্যোগের অঙ্গ হিসাবে , এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সবার আগে আমেরিকা শীর্ষক যে অর্থনৈতিক নীতি গ্রহণ করেছে , তাতে বিশ্ব সংগঠনগুলির সঙ্গে তাদের যোগাযোগ কমিয়ে দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসন , ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংঠন, WHO-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠনে প্রদেয় অর্থের পরিমাণ কমিয়ে দিয়েছে।
উল্লেখ্য, WTO –র কুড়ি কোটি ৫০ লক্ষ সুইস ফ্রা বার্ষিক বাজেটের প্রায় ১১ শতাংশ আসত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। চৌঠা মার্চ WTO –র বাজেট বৈঠকে মার্কিন প্রতিনিধিরা জানিয়েছেন, ২০২৪ এবং ২০২৫ অর্থবর্ষের জন্য কোনো আর্থিক অনুদান তারা দেয়নি। তবে, বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত মার্কিন প্রশাসন জানায়নি।