মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার তিন বিজ্ঞানী সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াঘি-২০২৫ সালের রসায়ন বিদ্যার নোবেল পুরস্কার পাচ্ছেন। যৌথভাবে ধাতব-জৈব ফ্রেমওয়ার্ক গড়ে তোলার কাজে তাঁদের অবদানের জন্য এই পুরস্কার তাঁরা পাবেন। গ্যাস এবং অন্যান্য রাসায়নিক পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত আনবিক কাঠামো নির্মাণের মতো এই কাজ বিশেষভাবে স্বীকৃতি পেয়েছে। জাপানের কিয়োতো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিতাগাওয়া ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড রবসন এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াঘি যৌথভাবে ১ কোটি ১০ লক্ষ সুইস ক্রোণার মূল্যের এই পুরস্কার পাবেন বলে নোবেল কমিটি সূত্রে জানানো হয়েছে।
Site Admin | October 8, 2025 9:33 PM
মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার তিন বিজ্ঞানী সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াঘি-২০২৫ সালের রসায়ন বিদ্যার নোবেল পুরস্কার পাচ্ছেন