মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ তাঁদের নিরাপত্তা প্রতিশ্রুতি দিলে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ ছাড়তে প্রস্তুত বলে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি জানিয়েছেন। গতকাল জার্মানীর চ্যান্সেলার ফেডরিক মার্কজ এর পৌরহিত্যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টীভ উইটকফ এবং জামাই জারেড কুশনারের সঙ্গে শান্তি বৈঠকে বসেন জেলেনস্কি। বৈঠকের পর এক্স হ্যান্ডেলে এক বার্তায় উইটকফ বলেছেন সুস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ২০টি পয়েন্ট ধরে বিস্তারিত আলোচনা হয়েছে। আজ ফের বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য রাশিয়া দীর্ঘদীন ধরে আটলান্টিক পারের জোট ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ বন্ধকে শান্তি প্রতিষ্ঠার অন্যতম শর্ত হিসাবে তুলে ধরেছে।এদিকে দুই পক্ষই পূর্ব ইউক্রেনে ডনবাস অঞ্চল থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার এবং সেখানে একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রস্তাব খারিজ করে দিয়েছে।