September 7, 2025 12:37 PM

printer

মার্কিন যুক্তরাষ্ট্রে সব ধরনের পার্শেলের ওপর শুল্ক চাপানোর ফলে গত ২৯ আগস্ট থেকে সে দেশে পার্শেল পাঠানোর পরিমাণ ৮০ ভাগ কমে গিয়েছে বলে জানিয়েছে, রাষ্ট্রসঙ্ঘের সংস্থা Universal Postal Union (UPU)।

মার্কিন যুক্তরাষ্ট্রে সব ধরনের পার্শেলের ওপর শুল্ক চাপানোর ফলে গত ২৯ আগস্ট থেকে সে দেশে পার্শেল পাঠানোর পরিমাণ ৮০ ভাগ কমে গিয়েছে বলে জানিয়েছে, রাষ্ট্রসঙ্ঘের সংস্থা Universal Postal Union (UPU)। ১৯৩৮ সাল থেকে এ দেশে পাঠানো যে কোনও পার্শেল, যার মূল্য ৮০০ ডলারের কম, তাতে কোনও রকম শুল্ক নেওয়া হত না। কিন্তু ট্রাম্প জমানায় নতুন করে শুল্ক ফিরিয়ে আনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, নিঃশুল্ক থাকার কারণে সে দেশে পার্শেলের মাধ্যমে ড্রাগ পাচার করা হত। তাতে মার্কিন সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। জানা গিয়েছে, এ পর্যন্ত ৮৮ টি ডাক সংস্থা পার্শেল বা  ব্যাগেজ আমদানি বন্ধ করে দিয়েছে।