মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ফেডারাল আপিল আদালত, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প-এর আরোপ করা বিভিন্ন শুল্ক খারিজ করে দিয়েছে। কারণ হিসেবে আদালত বলেছে, তিনি আমদানি শুল্ক আরোপের জন্যে বেআইনি ভাবে জরুরি ক্ষমতার অপব্যাবহার করেছেন। আদালত এও বলেছে, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক শক্তি প্রয়োগ আইনে এ ধরণের শুল্ক আরোপ গ্রাহ্য হয়না, যেমন রাষ্ট্রপতি ট্রাম্প এ বছরের গোড়ায় আইনের সাহায্য নিয়ে করেছিলেন। তবে, ট্রাম্প প্রশাসনকে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সুযোগ দিতে আদালত আপাতত ১৪ই অক্টোবর পর্যন্ত শুল্কের ওপরে কোন রকম ব্যাবস্থা নিচ্ছেনা।
এদিকে রাষ্ট্রপতি ডনাল্ড ট্রাম্প , আদালতের এই সিদ্ধান্ত এর কড়া সমালোচনা করে একে পক্ষপাতদুষ্ট হিসেবে অভিহিত করেছেন। এর বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেছেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংসের পথে এগিয়ে যাবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক শক্তি প্রয়োগ আইন IEEPA কে কাজে লাগিয়ে যে reciprocal tariff আরোপ করা হয়েছে, মূলত তার ক্ষেত্রেই আদালতের এই নির্দেশ কার্যকর হবে, জাতীয় নিরাপত্তা সন্স্থানের আওতায় আরোপিত শুল্কের ওপরে নয়।