মার্কিন যুক্তরাষ্ট্রের একদল প্রভাবশালী সাংসদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেটি যাতে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক হয়,তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসকে লেখা এক চিঠিতে মার্কিন সাংসদ গ্রেগরি W মিকস, বিল হুইজেঙ্গা এবং সিডনি কামলাগার-ডোভ বলেছেন, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে ভোটারদের একটি বড় অংশ ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। তাঁরা মনে করেন দলীয় কার্যক্রম স্থগিত করা বা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হয়।
Site Admin | December 24, 2025 8:24 PM
মার্কিন যুক্তরাষ্ট্রের একদল প্রভাবশালী সাংসদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেটি যাতে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক হয়,তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।