মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে এক বন্দুকধারীর হামলায় গুরুতর আহত হয়েছেন পশ্চিম ভার্জিনিয়ার দুজন অসামরিক রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মী। এদের মধ্যে একজন মহিলা ও অন্যজন পুরুষ বলে জানিয়েছে সে দেশের আইন প্রনয়নকারী আধিকারিক। এফবিআই এর পক্ষ থেকে এই ঘটনার তদন্ত করা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে কোনও আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংস্থা যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানান, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার পর ৫০০ জন অতিরিক্ত রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছেন।
Site Admin | November 27, 2025 11:44 AM
মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে এক বন্দুকধারীর হামলায় গুরুতর আহত হয়েছেন পশ্চিম ভার্জিনিয়ার দুজন অসামরিক রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মী।