মার্কিন যুক্তরাষ্ট্রের কলেজগুলিতে ২০২৫ সালে ভারতীয় শিক্ষার্থী ভর্তির হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০২৪-২৫ সালে ভারত থেকে স্নাতকে ভর্তির হার দশ শতাংশ কমেছে। বিদেশ মন্ত্রকের অনুমোদিত সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালের শরৎকালে সামগ্রিকভাবে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ১৭ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ৬১ শতাংশেরও বেশি মার্কিন প্রতিষ্ঠান ভারতীয় শিক্ষার্থী ভর্তির হার হ্রাসের কথা জানিয়েছে, যার ৯৬ শতাংশ ভিসা মঞ্জুরের বিষয়ে উদ্বেগকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। ভ্রমণে নিষেধাজ্ঞা শিক্ষার্থী কমার অন্যতম কারণ।
যদিও, ২০২৪-২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যাই সবচেয়ে বেশি। যা সমস্ত স্নাতক শিক্ষার্থীর প্রায় অর্ধেক এবং মোট ভর্তির এক-তৃতীয়াংশ।
আর্থিক মন্দার পাশপাশি ট্রাম্প প্রসাশনের আমলে বিদেশী শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর দমনমূলক নীতি এর অন্যতম কারণ। H-1B ভিসার অপব্যবহারের বিষয়ে বিদেশী শিক্ষার্থীদের বিরুদ্ধে ১৭০ টিরও বেশি তদন্ত, প্রস্তাবিত এক লক্ষ ডলারের H-1B আবেদন ফি এবং H-1B প্রোগ্রাম সীমিত, এমনকি বাতিল করার জন্য রক্ষণশীল আইন এনেছে ত্রাম্প প্রসাশন। জানুয়ারি থেকে, বিদেশ দপ্তর কমপক্ষে ৬,০০০ শিক্ষার্থী ভিসা বাতিল করেছে।