মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে খুন হয়েছেন এক প্রবাসী ভারতীয়। মৃতের নাম চন্দ্র নাগামাল্লাইয়া। ডালাসে নিজের কর্মক্ষেত্রেই খুন করা হয় ওই ব্যক্তিকে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কর্মক্ষেত্রে অশান্তির জেরেই এই খুনের ঘটনা।
মৃতের বয়স ৫০ বছর। তাঁর বাড়ি কর্ণাটকে। ঘটনার সত্যতা স্বীকার করে মৃতের পরিবারের প্রতি শোকবার্তা পাঠিয়েছে হিউস্টোনে অবস্থিত ভারতীয় কনস্যুলেটের তরফে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।