মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু হওয়ার ব্যাপারে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানান ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার জেরে ইরানে উত্তেজনাপুর্ন পরিস্থিতির কথাও উল্লেখ করেন তিনি। একটি সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যে আরাঘচি বলেন, তেহরানের স্বার্থ রক্ষা না হলে কোনও রকম আলোচনায় ইরান রাজি নয়। সেই সঙ্গে অভিযোগ করেছেন, ২০১৫ সালে হওয়া পরমাণু চুক্তি পুনর্জীবিত করে সেই বিষয়ে আলোচনার প্রথম ধাপে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হলে সেই আলোচনা এই মুহূর্তে নতুন করে শুরুর সম্ভাবনাও একরকম নস্যাত করে দিয়েছে ইরান।
Site Admin | June 27, 2025 10:39 AM
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু হওয়ার ব্যাপারে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি, বললেন ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি
