মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত H1B ভিসা কর্মসূচির উপর নতুন বিধিনিষেধ এর পূর্ণাঙ্গ প্রভাব ভারতীয় শিল্প ক্ষেত্র সহ সকল সংশ্লিষ্ট পক্ষ বিশ্লেষণ করছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানিয়েছেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশের শিল্পক্ষেত্রেরই নিজস্ব উদ্ভাবন এবং সৃজনশীলতা রয়েছে, ফলে তারা সর্বোত্তম পন্থা নির্ধারণের জন্য আলাপ-আলোচনা করতে পারে। বিবৃতিতে বলা হয়েছে মার্কিন এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবারগুলির উপর মানবিক সংকট এর মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, মার্কিন কর্তৃপক্ষ এই বিষয়টি উপযুক্ত গুরুত্ব দিয়ে দেখবে বলেও ভারত সরকার আশা করে।
Site Admin | September 20, 2025 9:41 PM
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত H1B ভিসা কর্মসূচির উপর নতুন বিধিনিষেধ এর পূর্ণাঙ্গ প্রভাব ভারতীয় শিল্প ক্ষেত্র সহ সকল সংশ্লিষ্ট পক্ষ বিশ্লেষণ করছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে।
