মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ওহিও পর্যন্ত বিস্তৃত এলাকায় প্রচণ্ড ঝড়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। প্রবল ঝড়ের সঙ্গে অবিরাম বৃষ্টিপাতের জন্য বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত টেনেসিতে কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া কেন্টাকি, মিসৌরি, আরকানসাসেও রাস্তা ভেঙে যান চলাচল ব্যাহত হয়। কয়েকটি এলাকা থেকে বিপর্যয় ব্যবস্থাপন কর্মীরা লোকজনকে সরিয়ে দিতে বাধ্য হন।
Site Admin | April 6, 2025 4:51 PM
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ওহিও পর্যন্ত বিস্তৃত এলাকায় প্রচণ্ড ঝড়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে।
