মার্কিন যুক্তরাষ্ট্রর শিকাগোর রিভার নর্থ এলাকায় একটি নাইট ক্লাবের বাইরে গুলি চালনার ঘটনায় চার জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। ওই নাইট ক্লাবের বাইরে মার্কিন গায়ক মোলো বাকজের একটি গানের অ্যালবামের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই সময় একটি গাড়ি ঘটনাস্থলে হাজির হয়। গাড়ির ভিতর থেকে এক ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালাতে শুরু করে।এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
Site Admin | July 3, 2025 10:09 PM
মার্কিন যুক্তরাষ্ট্রর শিকাগোর রিভার নর্থ এলাকায় একটি নাইট ক্লাবের বাইরে গুলি চালনার ঘটনায় চার জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।
