August 2, 2025 6:15 PM

printer

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা-নাসার ক্রু ১১ মিশনের চার নভশ্চর আজ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা-নাসার ক্রু ১১ মিশনের চার নভশ্চর আজ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। ১৫ ঘন্টা যাত্রা করে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া থেকে চার মকাকাশচারীর ওই দল আজ ভারতীয় সময় বেলা ১২ টায় সফল ভাবে ডকেট করেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। গতরাতে ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্স-এর ফ্যালকন ৯ রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দেন ওই চার মহাকাশচারীর দল। তাঁরা আজ মহাকাশ স্টেশনে পৌঁছে যোগ দিয়েছেন ক্রু ১১ এর বাকি সাত নভশ্চরের সঙ্গে। আগামী ছয় মাস ধরে ক্রু ১১ এর দলটি নাসার আর্টেমিস কর্মসূচীর আওতায় চাঁদের বিভিন্ন গতিবিধি প্রত্যক্ষ করবেন। এছাড়াও, মহাকাশযানের বিভিন্ন কাজের ওপর মাধ্যাকর্ষণের প্রভাব খতিয়ে দেখবেন। পাশাপাশি মহাকাশ ভ্রমণের চোখের সুরক্ষা সংক্রান্ত পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন তাঁরা। মহাকাশে কিভাবে উদ্ভিদের কোষ বিভাজন হয় সেই বিষয়টিও দেখবে এই দল।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।