মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 14, 2024 2:44 PM

printer

মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর এই নভেম্বরে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে থাকা দুই মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর এই নভেম্বরে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। পৃথিবীপৃষ্ঠ থেকে ৪২০ কিলোমিটার উচ্চতায় আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন তাঁরা। সেখান থেকেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দুই নভশ্চর।

ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর বলেছিলেন তারা আসন্ন মার্কিন নির্বাচনে ভোট দেওয়ার জন্য ব্যালটের অনুরোধ করেছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের গুরুতপূর্ণ ভুমিকার জোর দেন তাঁরা। পৃথিবীপৃষ্ঠ থেকে ৪২০ কিলোমিটার উচ্চতায় আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন তাঁরা। সেখান থেকেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দুই নভশ্চর। শুক্রবার রাতে তার সরাসরি সম্প্রচার করেছে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

গত ৫ জুন ফ্লোরিডা থেকে সুনীতাদের নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল বোয়িং স্টারলাইনার। গন্তব্য ছিল মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশন। আট দিন পরেই সেখান থেকে একই যানে চড়ে তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু মহাকাশযানটিতে ত্রুটি ধরা পড়ে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।