মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স চারদিনের সফরে নতুন দিল্লী পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। ভান্সের সঙ্গে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভান্স এবং মার্কিন প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকরা। ভান্সের এটিই প্রথম ভারত সফর। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। দিল্লীতে তাঁর নানা কর্মসূচী রয়েছে। সফরকালে জয়পুর ও আগ্রাতেও যাবেন তিনি।
ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনায় এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ। চলতি বছর ১৩ই ফেব্রুয়ারী এই সফর নিয়ে প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়, উভয় নেতা বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন।
উল্লেখ্য, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধকে পাথেয় করে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব বজায় রেখে চলেছে।