মার্কিন বিদেশমন্ত্রক গত ২২শে এপ্রিলের জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট – টিআরএফ-কে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।এক বিবৃতিতে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও এ কথা বলেছেন।
তিনি বলেন, এই পদক্ষেপ জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষা, সন্ত্রাসবাদ মোকাবিলাএবং পহেলগাঁও হামলার প্রেক্ষিতে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের ন্যায়বিচারের বাস্তবায়নের প্রতি প্রশাসনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
উল্লেখ্য, লস্কর-ই-তৈয়বা (এলইটি) এর শাখা সংগঠন টিআরএফ, ২২শে এপ্রিলের পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার দায় স্বীকার করেছে, যাতে ২৬ জন অসামরিক নাগরিক নিহত হয়েছিল।