December 11, 2025 10:28 AM

printer

মার্কিন ফেডারাল রিজার্ভ, তাদের সুদের হার শূণ্য দশমিক ২৫ শতাংশ হ্রাস করেছে।

মার্কিন ফেডারাল রিজার্ভ, তাদের সুদের হার শূণ্য দশমিক ২৫ শতাংশ হ্রাস করেছে। এর ফলে ফেডারাল তহবিলে সুদের হার ২০২২-এর পর সবচেয়ে নীচে নেমে এলো। সেপ্টেম্বরের পর থেকে এই নিয়ে পর পর তিনবার ফেডারাল রিজার্ভ সুদের হার হ্রাস করলো। বর্তমানে এই সুদের হার সাড়ে তিন থেকে ৩ দশমিক ৭৫ শতাংশ থাকছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।