মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু দেশের মধ্যে যুদ্ধবিরতির স্বার্থে আগামীকাল আলাদা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন। সামাজিক মাধ্যমের একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, দু দেশের মধ্যে যুদ্ধে প্রতি সপ্তাহে ৫ হাজার রাশিয়ান, ইউক্রেনিয়ান মারা যাচ্ছেন।এই রক্তস্নান বন্ধ হওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, বাণিজ্য সম্পর্ক নিয়েও তিনি দু দেশের সঙ্গে কথা বলতে আগ্রহী।
গত শুক্রবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে প্রাথমিক আেলাচনায় বসেছিলেন।দু ঘণ্টা ব্যপী এই বৈঠকে যুদ্ধবন্দী বিনিময় নিয়ে ঐকমত্যে পৌঁছনো সম্ভব হয়েছিল।