January 21, 2026 12:34 PM

printer

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের এক বছর পূর্ণ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের এক বছর পূর্ণ করেছেন। এ উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন স্থানে তাঁর নীতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হচ্ছে । বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, তাঁর বিভিন্ন সিদ্ধান্তের ফলে  আমেরিকার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দীর্ঘদিনের মিত্রতার সম্পর্ক দুর্বল হয়েছে। 

বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, প্রতিকৃতি ও পোশাক ব্যবহার করে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি, অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ এবং বিশ্ব বাণিজ্য সংস্থা, রাষ্ট্রসংঘ ও ন্যাটোর মতো আন্তর্জাতিক সংস্থা থেকে দূরে সরে যাওয়া—এসবই আমেরিকার অবস্থানকে দুর্বল করেছে। 

এদিকে, এক সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তাঁর সরকার আগের যেকোনো প্রশাসনের তুলনায় বেশি সাফল্য অর্জন করেছে। বিশেষ করে সেনাবাহিনীকে শক্তিশালী করা এবং যুদ্ধের অবসান ঘটানোয় তিনি উল্লেখযোগ্য অগ্রগতি দাবি করেছেন।