January 17, 2026 10:16 PM

printer

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা সংঘাত অবসানের লক্ষ্যে তাঁর ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য নতুন ‘বোর্ড অব পিস’ গঠনের কথা ঘোষণা করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা সংঘাত অবসানের লক্ষ্যে তাঁর ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য নতুন ‘বোর্ড অব পিস’ গঠনের কথা ঘোষণা করেছেন। এই বোর্ড গাজার প্রশাসনপুনর্গঠনআঞ্চলিক সহযোগিতাবিনিয়োগঅর্থ জোগানো  এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিশ্চিত করার দায়িত্বে থাকবে বলে হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে। এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট।  দৈনন্দিন কৌশল ও পরিচালনার দায়িত্বে থাকবেন তাঁর দুই ঘনিষ্ঠ উপদেষ্টা আরিয়েহ লাইটস্টোন এবং জশ গ্রুয়েনবাম। বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওপ্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফবিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারঅ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের সিইও মার্ক রোয়ান এবং মার্কিন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রবার্ট গ্যাব্রিয়েল।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।