মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকের প্রাক্কালে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও ইউরোপের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে বলে সেদেশের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান বলেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আল-খামেনেই-এর ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেস্কিয়ান বলেছেন, এই যুদ্ধ ১৯৮০-র ইরাকের বিরুদ্ধে যুদ্ধের থেকেও ভয়ঙ্কর।
উল্লেখ্য, আট বছর ধরে চলা ইরাকের বিরুদ্ধে যুদ্ধে দুদেশের প্রায় ১০ লক্ষের বেশী মানুষ প্রাণ হারিয়েছিলেন।