November 27, 2025 9:42 AM

printer

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী বছর মায়ামিতে অনুষ্ঠিত হতে চলা G-20 শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানানো হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী বছর মায়ামিতে অনুষ্ঠিত হতে চলা G-20 শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানানো হবে না। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লিখেছেন চলতি বছরের G-20 সম্মেলনে এক মার্কিন প্রতিনিধির সঙ্গে দুর্ব্যবহার করার ফলে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে সব রকম আর্থিক সাহায্য এবং ভর্তুকি বন্ধ করে দিচ্ছেন। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা মার্কিন দূতাবাসের এক ঊর্ধ্বতন অধিকর্তার কাছে G20 আয়োজকের দায়িত্ব হস্তান্তর করতে অস্বীকৃতি জানানোর ফলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

শ্বেতাঙ্গ আফ্রিকানদের বিরুদ্ধে হিংস্রতা ছড়ানো হচ্ছে দাবি করে ট্রাম্প চলতি G-20 শীর্ষ সম্মেলন এড়িয়ে গেছেন। প্রসঙ্গতও, দক্ষিণ আফ্রিকা এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।