মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার উপর শুল্ক বৃদ্ধি এবং সমস্ত আর্থিক লেনদেন বন্ধ করার হুমকি দিয়েছেন। মাদক পরিবহনের অভিযোগে কলম্বিয়ার জাহাজে মার্কিন সেনাবাহিনীর হামলার ফলে দুই দেশের মধ্যে যে বিবাদ চলছে তারমধ্যেই এই ঘোষণা করেছেন ট্রাম্প। এরআগে ট্রাম্প, কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রোকে একজন অবৈধ মাদকচক্রের মাথা বলে অভিহিত করেছেন। অন্যদিকে, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন কলম্বিয়ার একটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে ওই জাহাজের যোগ রয়েছে। এদিকে, কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো, ট্রাম্পের মন্তব্যকে আপত্তিকর বলে অভিহিত করেছে।
Site Admin | October 20, 2025 9:16 AM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার উপর শুল্ক বৃদ্ধি এবং সমস্ত আর্থিক লেনদেন বন্ধ করার হুমকি দিয়েছেন।
