মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা সচিব পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন, “শাট ডাউন”-এর দরুণ সরকারি অচলাবস্থা সত্ত্বেও দেশের সেনারা যাতে ১৫ অক্টোবর তাঁদের যথাযথ বেতন পায়, তা নিশ্চিত করতে হবে। এজন্য দেশের সমস্ত উপলব্ধ তহবিল ব্যবহার করা যেতে পারে। মার্কিন সেনেটের সংখ্যালঘু নেতা চাক শুমারের সাম্প্রতিক মন্তব্য ঘিরে আপত্তি জানিয়ে ট্রাম্প পয়লা অক্টোবর থেকে শুরু হওয়া “শাট ডাউন” পরিস্থিতিকে একটি উগ্র বামপন্থীদের সৃষ্ট অচলাবস্থা হিসেবে চিহ্নিত করেছেন। ডেমোক্র্যাটরা দেশের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করছে বলেও অভিযোগ করেছেন ট্রাম্প।