September 30, 2025 10:12 AM

printer

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে বৈঠকের পর হোয়াইট হাউস দু বছর ধরে চলা গাজা সংঘর্ষের পরিসমাপ্তি ঘটাতে একটি শান্তি পরিকল্পনা পেশ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে বৈঠকের পর হোয়াইট হাউস দু বছর ধরে চলা গাজা সংঘর্ষের পরিসমাপ্তি ঘটাতে একটি শান্তি পরিকল্পনা পেশ করেছে। এই পরিকল্পনায় গাজাকে সন্ত্রাস মুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলা এবং তা যেন কোনো ভাবেই প্রতিবেশী দেশগুলোর কাছে বিপদের কারণ না হয়ে ওঠে সে দিকে  নজর রাখা হবে। গাজার মানুষ এতদিন যে অমানুষিক কষ্ট ও অত্যাচারের শিকার হয়েছেন তা ‌থেকে জনগণকে মুক্ত করে ঐ অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করার কথা ওই পরিকল্পনায়  বলা হয়েছে। উভয় দেশ সম্মত হলে যুদ্ধ এখনই বন্ধ হতে পারে বলে এই পরিকল্পনায় জানানো হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।