মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী পয়লা আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন এবং মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের উপর ৩০ শতাংশ শুল্ক ধার্য করেছেন। মার্কিন প্রশাসনের ট্রুথ সোশিয়াল ওয়েবসাইটে কয়েকটি পৃথক চিঠিতে এই নতুন শুল্ক ধার্য করার কথা জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্ জারি করা চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন মার্কিন বাণিজ্য ঘাটতি তাদের কাছে জাতীয় নিরাপত্তার পক্ষে হানিকারক। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক সহযোগী রাষ্ট্রগুলির সঙ্গে এ বিষয়ে আলোচনা ব্যর্থ হলে এ ঘোষণা করা হয়।
উল্লেখ্য ২৭ দেশের ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে বিবেচিত হয়।